নিজস্ব প্রতিবেদক
পরশুরামে সিরাজিয়া জাকেরীন সংঘের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার(১৪ জুলাই) সন্ধ্যায় পাইলট হাই স্কুল সংলগ্ন কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী উপহার দেয়া হয়।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন- শালধর সিরাজিয়া খানকা শরীফের পরিচালক ছুফি মুন্সি কামাল উদ্দিন, প্রভাষক মুহাম্মাদ ফারুক,ব্রাজিয়া কেন্দ্রীয় জাকেরীরের সংঘের জেলা সেক্রেটারি ম শামছুল আলম শাকিল, সিরাজিয়া যুব জাকেরিন সংঘের সেক্রেটারি মুহাম্মাদ এখলাছ উদ্দিন মাহমুদ প্রমুখ।
২০২৪ সালের বন্যায় পরশুরামে ক্ষতিগ্রস্তদের
১ লাখ ২৬ হাজার টাকার সহায়তা প্রদান করে সংগঠনটি।সিরাজিয়া জাকেরীন সংঘ একটি অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন। ফেনী মহিপালের ঐতিহ্যবাহী সিরাজিয়া দরবার শরীফের অঙ্গসংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজ করছে সংগঠনটি।