ফেনী প্রতিনিধি
পরশুরামে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ,শিক্ষার্থীদের মধ্যে গ্রাফিতি, চিত্রাংকন প্রতিযোগিতা ও শহিদদের স্মরণে আলোচনা সভা ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৬ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:হরি কমল মজুমদার, পরশুরাম মডেল সরকারি পাইলট হাইস্কুলের ক্রীড়া শিক্ষক আবুল কালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন মজুমদার, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সহ সভাপতি সবীর আহমেদ ফোরকান, জুলাই বিপ্লবে আহত মো মিজানুর রহমান, গাজী ইউসুফ বাপ্পি, ছাত্রপ্রতিনিধি হাকিম আলী জয়, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা -জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদের স্মৃতিকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন । নিহত শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন পরশুরাম উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: ইব্রাহিম । পরে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।