নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ২৪ এর জুলাই শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরশুরাম পৌরসভার আওতাধীন ৯টি ওয়ার্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই রবিবার সকাল ১০ টায় পরশুরামের গুথুমা চৌমুড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার এর নেতৃত্বে ও পৌর বিএনপির উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমাম হোসেন মজুমদার ডালিম,গুথুমা চৌমুড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা ফারুক আহমেদ আল কাদেরী,৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মজুমদার,সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বারকু,বিএনপি নেতা মোজাম্মেল হক শাহীন,ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আরিফ,যুবদল নেতা ইকবাল,মাদ্রাসার শিক্ষক মন্ডলী সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।
এসময়ে মাহবুবুল হক মজুমদার বলেন দেশ নায়ক তারেক রহমান এর নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও ২৪ এর জুলাই যোদ্ধাদের স্মরণে পরশুরাম পৌরসভার নয়টি ওয়ার্ডে এই বৃক্ষরোফোন কার্যক্রম করব,আজকের এই বৃক্ষরোপন কর্মসূচি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে নিয়ে এই কার্যক্রম চালিয়ে যাব।
সারাদেশে আমরা বিএনপি পরিবার দেশ ও জাতির কল্যাণে নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছি,সাধারণ মানুষের পাশে থেকে এলাকাবাসী ও এলাকার নানা উন্নয়নমূলক কাজ করব ইনশাআল্লাহ।
পরে বিভিন্ন ফলজ ও বনজ সহ নানা রকমের গাছের চারা রোপন করে অত্র প্রতিষ্ঠানে এবং স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয়।